কুমিল্লা: মুরাদনগর উপজেলার বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে গীতা সংঘের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ উজ্জ্বল আলোয় ঝলমলে হয়ে উঠেছিল।
গণ্যমান্যদের উপস্থিতি:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু অমর চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান ডিগ্রি কলেজের অধ্যাপক বাবু দয়াল চন্দ্র পাল, বাখরনগর ৯ নং ওয়ার্ডের দুই দুই বার সফল মেম্বার জনাব জালাল হোসেন মেম্বার, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি শাহরিয়ার হোসেন অপু, মাজুর হিন্দু কমিটি সাধারণ সম্পাদক বাবু তাপস দেবনাথ, বাখরনগর হিন্দুকমিটির সহ সভাপতি বাবু কেশব দাস, বাবু রাখাল ভৌমিক, ৯ নং ওয়াডের সমাজ সেবক হেলাল উদ্দিন হেলাল, বাবু স্বপন চক্রবর্তী, বাবু সমর চক্রবর্তী, বাবু দুলাল পাল, বাবু অসীম ভট্টাচার্য, বাবু ধনু চন্দ্র শীল, বাবু বিশজিৎ আচার্য, বাখরনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মামুন স্যার, বাবু মাধব চন্দ্র দত্ত, বাবু শংকর ভট্রাচার্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন গীতা সংঘের পরিচালক সুমন চক্রবর্ত্তী (সহ:শিক্ষক) চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ:
গীতাপাঠ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মনোমুগ্ধকর গীতাপাঠের মাধ্যমে সকলকে মুগ্ধ করে। বিচারকদের নিরপেক্ষ রায়ের ভিত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গীতা সংঘের আয়োজকবৃন্দ।
ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন:
এই অনুষ্ঠানের মাধ্যমে বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের এক অপূর্ব সম্মেলন ঘটেছে। ধর্মপ্রাণ মানুষজন মন্দিরে জড়ো হয়ে গীতাপাঠ শুনে ধন্য হয়েছেন।
সমাপ্তি:
ধন্যবাদ জ্ঞাপন সহ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।