ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর নতুন বাজার এলাকায় বাসাবাড়ির বর্জ্য রাস্তায় ফেলে বিক্ষোভ জানিয়েছে পরিচ্ছন্নতাকর্মীরা। এতে রামপুরা-কুড়িল সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, পথচারীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। দুর্গন্ধে এই সড়কে চলাচলও হয়ে পড়েছে কষ্টসাধ্য।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সূত্র জানায়, দুপুর ১২টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়কের পাশে বর্জ্য ফেলতে শুরু করেন। তারা অভিযোগ করেন, তিন মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করলেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। প্রতিবাদস্বরূপ তারা রাস্তায় ময়লা ফেলেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান তারা।
এক বিক্ষোভকারী কামরুল বলেন, "আমরা বাসা থেকে বর্জ্য সংগ্রহ করি, কিন্তু দীর্ঘদিন ধরে ঠিকাদার আমাদের বেতন দিচ্ছেন না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি মানা হলে নিজেরাই সব ময়লা সরিয়ে ফেলব।"
এদিকে ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "নতুন বাজারে আমাদের একটি এসটিএস রয়েছে। গত রাতে সেখানে অতিরিক্ত বর্জ্য জমে যাওয়ায় কিছু ময়লা রাস্তায় পড়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের বেতন-ভাতার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।"
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্দোলনের মূল কারণ আসলেই বেতন বকেয়া। তবে তা সিটি করপোরেশনের নয়, বরং তাদের নিয়োগ দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের। কে দায়ী, কেন এই অবস্থা—এসব বিষয়ে খোঁজ নিচ্ছে কর্তৃপক্ষ।
এই ঘটনার ফলে নতুন বাজার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।