যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জন নিহত

প্রকাশকালঃ ১০ আগu ২০২৩ ০৪:২৫ অপরাহ্ণ ১৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। রোগীদের জায়গা দিতে পারছে না মাউইয়ের হাসপাতালগুলো।

অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের বেশির ভাগই পুড়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’


প্রতিবেদনে বলা হয়, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় জীবন বাঁচাতে কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত ১২ জন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে। 

মাউই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অসংখ্য বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, মাউই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষ বাস করে। বন্দরে থেমে থাকা সব নৌযানে আগুন লেগে গেছে। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো সিনেমা দেখছিলাম, যুদ্ধের সিনেমা!’