অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলা

বিনোদন ডেস্ক:-

 

অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এক ঘটনায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে একটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে তাকে গুলশান থানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম তাকে রমনা থানায় নিতে পৌঁছেছে।
 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিককে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি তাকে মারধর করছে এবং এ সময় তার পোশাক ছিঁড়ে যায়।
 

ঘটনাটি রাজধানীর কাকরাইল এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ভিডিওতে একজন যুবককে বলতে শোনা যায়, “সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”
 

এই ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।