লাইনচ্যুতির প্রায় দশ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জানা যায়, গতকাল রবিবার রাত পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশন অতিক্রম করার পর তিনটি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে।
আজ (সোমবার) ভোর ৫টার দিকে লাইনচ্যুত বগি তিনটি উদ্ধার করার পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।