রাজশাহী ব্যুরো:-
রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় অবস্থান নেন, ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এতে করে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলে হাইকোর্টের রায় বাস্তবায়ন
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি সুযোগ বাতিল
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে চাকরির নিশ্চয়তা
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও সেখানে দেখা গেছে বলে জানান তিনি।