ড্রোন প্রশিক্ষণে চীনে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
ড্রোন প্রশিক্ষণে চীনে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ড্রোন প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে যাচ্ছে। চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করবে চীন সরকার, আর সমস্ত ব্যয় বহন করবে তারাই—বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 

বুধবার রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দল দেশে ফিরে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কাজে অংশ নেবে।
 

ফারুকী আরও জানান, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের আরেকটি দল চীন যাবে। পাশাপাশি, মিউজিয়ামের প্রসার ও উন্নয়নের জন্যও আরেকটি দলকে চীনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন দুই দেশের সম্পর্কে নতুন উদ্যম যোগ করবে।”
 

ড্রোন প্রযুক্তিকে ‘গল্প বলার নতুন মাধ্যম’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “প্রশিক্ষণপ্রাপ্তরা চীনের সহযোগিতায় নিজেদের প্রযুক্তি দিয়ে বাংলাদেশের গল্প ড্রোনের মাধ্যমে তৈরি করবে এবং দেশ-বিদেশে তা প্রদর্শন করবে। টেকনোলজি আর্টের একটি সুন্দর ফিউশন, যা আধুনিক ন্যারেটিভ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
 

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক মেলবন্ধন অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

সূত্র: বাসস