লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে জামায়াত নেতা খুন, আটক ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে জামায়াত নেতা খুন, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সানোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়া করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় নিহতের মা ও ছোট ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।
 

নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
 

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সানোয়ারের চাচা কামাল হোসেনের নেতৃত্বে তার ছেলেরা হামলা চালায়। তারা শাবল ও ধারালো অস্ত্র দিয়ে সানোয়ারকে গুরুতর জখম করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে গেলে সানোয়ারের মা হাছিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ (১৮) আহত হন। বর্তমানে তারা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কামাল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করা হয়েছে।
 

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে আমাদের সহকর্মী সানোয়ারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, “পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”