হাতিয়ায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৫০ বার পঠিত
হাতিয়ায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আজিজুর রহমান, নোয়াখালীঃ
 


নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১০ দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়নে এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 


 

প্রচারণার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করেন ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং হাতিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকসহ জোটের নেতৃবৃন্দ।
 

কবর জিয়ারত শেষে নেতারা স্থানীয় জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাতিয়া বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে হরণী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন নেতারা।
 

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, বাংলাদেশ নাগরিক পার্টি (এনপিপি)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও শাপলা কলি প্রতীক নিয়ে ১০ দলীয় ঐক্য জোটের এমপি প্রার্থী আবদুল হান্নান মাসুদ, হরণী ইউনিয়ন পরিষদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আবদুল মন্নান, হরণী ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তরিকুল মাওলা, চানন্দী ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
 

বক্তব্যে নেতারা বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটানো হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্লক স্থাপন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং হাতিয়াকে দেশের অন্যতম উন্নত উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তারা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করার কথাও জানান। বক্তারা ভোটারদের কোনো ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।