টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি, টাংগাইল:-

 

টাঙ্গাইলের অলাভজনক সামাজিক সংগঠন দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবকল্যাণে সক্রিয়, সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে থাকে। তার ধারাবাহিকতায়, গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়নের বাঘিল এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলে অক্ষম সোহরাব উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সহকারী অধ্যাপক, কবি ও সাংবাদিক সোহাগ আহম্মেদ, সভাপতি আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান সহ সংগঠনের নেতৃত্ব ও স্থানীয় সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

প্রথমে “দর্পণ” নামক একটি পেইজ থেকে সোহরাব উদ্দিনের দুঃখজনক পরিস্থিতি নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তার পাশে দাঁড়ায়। এ সময় সংগঠন তার পক্ষ থেকে সোহরাব উদ্দিনকে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করে। উপস্থিত সবাইকেও আহবান জানানো হয়, যেন তারা নিজেদের আশেপাশের অসহায় মানুষদের কল্যাণে এগিয়ে আসেন।
 

প্রবাসে থাকা সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সজীব সঞ্জিব জানান, মানুষের কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।