ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের বিক্ষোভের কারণে শনিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বেশ কয়েক ঘণ্টা অবরোধ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
২১ দফা দাবিতে শ্রমিকরা সকাল ৬টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ঢাকা ও টাঙ্গাইলগামী যাত্রীরা যথেষ্ট ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, তাদের ন্যায়সঙ্গত দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তা উপেক্ষা করে আসছে। এছাড়া, শ্রমিকরা দাবি করেন যে, তাদের মধ্যে অনেককেই অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
শ্রমিকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।