মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, পরবর্তী শুনানি ২৭ এপ্রিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৩:২২ অপরাহ্ণ   |   ১১১ বার পঠিত
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, পরবর্তী শুনানি ২৭ এপ্রিল

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
 

আসামিরা হলেন—শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি রোকেয়া বেগম, বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ। শুনানিতে তারা আদালতে উপস্থিত ছিলেন।
 

মামলাটিকে জনস্বার্থ বিবেচনায় বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর, অ্যাটর্নি জেনারেল মর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজীও শুনানিতে অংশ নেন।
 

আদালত সূত্রে জানা যায়, হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু), সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারায় (ভয়ভীতি প্রদর্শন), এবং রোকেয়া বেগমের বিরুদ্ধে ২০১ ধারায় (আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়েছে।
 

শুনানির শেষে বিচারক জানান, আসামিরা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং এর জন্য কারাবিধি অনুযায়ী আবেদন করতে হবে। এছাড়া বিচারক জানতে চাইলে আসামিরা অপরাধে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
 

পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।