চট্টগ্রামে সিটিজেনস্ ফোরামের সভা-নিরাপদ,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নগর গড়তে সবার সহযোগিতা কামনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ   |   ১৭০ বার পঠিত
চট্টগ্রামে সিটিজেনস্ ফোরামের সভা-নিরাপদ,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নগর গড়তে সবার সহযোগিতা কামনা

ডেস্ক নিউজ:-


 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম সিটিজেনস্ ফোরামের মহানগর কমিটির আলোচনা সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। 


 



উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার  হাসিব আজিজ, বিপিএম ।


সিএমপি'র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায়ে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার  তাঁর বক্তব্য শুরুতে সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


 




এসময় তিনি মহানগর কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন। কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে মহানগরের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন।


সভাপতি পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত নগরী। এ শহরের নিরাপত্তা, শৃঙ্খলা ও উন্নয়ন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সহযোগিতা যত দৃঢ় হবে, ততই আমরা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব।

 

তিনি মাদক বিরোধী কর্মসূচি ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পথ শিশুদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সিটিজেনস্ ফোরামের সদস্যদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার আহ্বান করেন।
 

তিনি আরো বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা।  এ উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিএমপি বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রামে এবার দুর্গাপূজা সকলের অনুকরণীয় ও শান্তিপূর্ণভাবে পালিত হবে। তিনি সবাইকে সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে উৎসবকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
 

এসময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); সিটিজেনস্ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক , দৈনিক আজাদীর সম্পাদক মোঃ আব্দুল মালেক, চট্টগ্রাম সিটিজেনস ফোরামের আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন; সদস্য সচিব  ডাঃ আবু নাছের সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সিটিজেনস্ ফোরাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।