আবারও জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ কমল

প্রকাশকালঃ ২১ মে ২০২৩ ০২:১৬ অপরাহ্ণ ১০৮ বার পঠিত
আবারও জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ কমল

লতি অর্থবছরে জিডিপির সাপেক্ষে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপির সাপেক্ষে বেসরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৮৮ শতাংশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬৪ শতাংশ।

এ নিয়ে গত তিন অর্থবছরের মধ্যে দুবার জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ কমল। এর আগে ২০২০-২১ অর্থবছরে কোভিড মহামারির কারণে বেসরকারি বিনিয়োগ কিছুটা কমেছিল। দীর্ঘ সময় ধরে দেখা গেছে, বেসরকারি বিনিয়োগের অনুপাত আগের অর্থবছরের তুলনায় সাধারণত অপরিবর্তিত থাকে বা সামান্য বৃদ্ধি পায়।


বিশ্লেষকেরা মনে করেন, মূলত ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে বেসরকারি বিনিয়োগ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত বছর ডলারের বিনিময় হার বেড়েছে। সেই সঙ্গে ছিল ডলার–সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা—এসব কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহ দেখাননি।

সম্প্রতি চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে বিবিএস। এতে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। গত অর্থবছরে এ হার ছিল ৭ দশমিক ১০। ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হ্রাসে বেসরকারি বিনিয়োগ কমার প্রভাব আছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী, কৃষি, শিল্প, সেবা—এই তিন খাতের সব কটিতেই প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমেছে। ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল, এবার তা কমে ২ দশমিক ৬১ শতাংশ হয়েছে। শিল্প খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ২৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।


বিবিএসের সাময়িক হিসাবে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ লাখ ৭০ হাজার ৪১৪ টাকা। আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। ফলে স্থানীয় মুদ্রায় এক বছরের ব্যবধানে ২৯ হাজার ৩৬৭ টাকা আয় বেড়েছে।

তবে ডলারের হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। তবে চলতি অর্থবছরের সাময়িক হিসাবে তা কমে ২ হাজার ৭৬৫ ডলার হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ২৮ ডলার কমেছে।