দুই তরুণকে পিটিয়ে হত্যা: গণধর্ষণের অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০৩:০৭ অপরাহ্ণ   |   ৪৯৬ বার পঠিত
দুই তরুণকে পিটিয়ে হত্যা: গণধর্ষণের অভিযোগ

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর সায়েদাবাদে গণধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন সাঈদ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েদাবাদে এক নারীর ওপর গণধর্ষণের ঘটনা ঘটার পর উত্তেজিত জনতা তিনজনকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান। ভুক্তভোগী নারীকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।