সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে আনোয়ারা সরকারহাটগামী ২৮টি গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় জনতার তল্লাশীর মাধ্যমে এ পর্যন্ত ২৬টি গরু উদ্ধার করা হয়েছে। এখনও ২টি গরু উদ্ধারের চেষ্টা চলছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মহাসড়কে তল্লাশি শুরু করে। ভোররাতে বাড়বকুণ্ড চৌধুরীদীঘির পূর্ব পাড়ে একটি ট্রাক আনলোড হয়েছে জানতে পেরে দ্রুত সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয়দের যৌথ তল্লাশীর মাধ্যমে কাঠগড় এলাকার জনৈক সাদ্দামের ফার্ম থেকে ১৮টি গরু উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন বাড়ি থেকে ৮টি গরু উদ্ধার করা হয়। বাকি দুটি গরু উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে বড় গাড়ীর শব্দে বিবি ফাতেমা নামে এক মহিলা ঘর থেকে বের হয়ে দেখেন ডাকাতরা ট্রাক থেকে গরু নামাচ্ছে। ডাকাতদের চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুগুলোকে একত্রিত করে সংরক্ষণ করেন। পরে পুলিশ ও জনতা যৌথভাবে তল্লাশি চালিয়ে মূল ফার্ম থেকে ১৮টি গরু উদ্ধার করেন।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বলেন, “বাকি দুটি গরু উদ্ধারের চেষ্টা এবং ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”