সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত ‘মাটাল’ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম বলেছেন, সরকার আসে সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আজও সীতাকুণ্ডের মানুষ মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
শনিবার (৩১ জানুয়ারি) সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইঞ্জি. জাহিদুল আলম বলেন, শিল্প এলাকা হওয়া সত্ত্বেও সীতাকুণ্ডের কলকারখানাগুলোতে স্থানীয় মানুষের চাকরির সুযোগ নেই। ব্যবসা করতে গেলেও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, অধিকাংশ এলাকায় কলের পানি ওঠে না। মহাসড়কে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনায় বছরে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।
তিনি আরও বলেন, শিপইয়ার্ডগুলোতে শ্রমিক নির্যাতন নিত্যদিনের ঘটনা। শ্রমিকদের চাকরি স্থায়ী করতে মালিকপক্ষ অনাগ্রহী। সরকারি খাস জমি গরিব মানুষের অধিকার হলেও তা দখলে রয়েছে কোটিপতিদের হাতে। সবখানেই মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে।
ইঞ্জি. জাহিদুল আলম বলেন, “আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধানে কাজ করব। সীতাকুণ্ডের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি সীতাকুণ্ডবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে ‘মাটাল’ মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করলে জনগণের অধিকার আদায়ে কাজ করার সুযোগ তৈরি হবে।
মতবিনিময় সভায় তাঁর সমর্থনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মিরসরাই উপজেলা সদস্য সচিব দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মারুফ হোসেন, সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক নুরুল আলম, সদস্য এম. এন. আলম, জাহেদা বেগম ও সুজনা আক্তারসহ দলের নেতাকর্মীরা।
মতবিনিময় শেষে ইঞ্জি. জাহিদুল আলম তাঁর পক্ষে নির্বাচনী সংবাদ প্রচার ও সহযোগিতা কামনা করেন।