বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় দুদকের অভিযান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৩:২২ অপরাহ্ণ   |   ৫১৯ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় দুদকের অভিযান

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া এসকে সুরের বাসায় রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা তার বাসা থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছেন।

 

দুদক পরিচালক মো. সাইমুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় দুদকের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ দল এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর তাকে আদালতে হাজির করা হয়।