উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলিতে একজন নিহত

প্রকাশকালঃ ১২ জুন ২০২৪ ০৫:১৯ অপরাহ্ণ ৭৪৭ বার পঠিত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলিতে একজন নিহত

ঢাকা প্রেস
কক্সবাজার পতিনিধিঃ


রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের দু'পক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল মোনাফ (২৬)। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বুধবার (১২ জুন), সকাল ৬টা, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লক, আরসা সন্ত্রাসীদের দু'পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি শুরু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের উপরও সন্ত্রাসীরা গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি করে।
 



নিহত আবদুল মোনাফ (২৬), একজন চিহ্নিত আরসা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা ছিল।

ত্রিমুখী গোলাগুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তাদের সংখ্যা ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।


 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির কারণ খোঁজা হচ্ছে। এডিআইজি মো. আমির জাফর বলেছেন, আবদুল মোনাফ একজন দীর্ঘদিন ধরে পলাতক চিহ্নিত সন্ত্রাসী ছিল। তিনি আরও বলেছেন, পুলিশ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।