গ্রীন ফিল্ড ইন্টারন‌্যাশনাল স্কুল এন্ড ক‌লে‌জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ   |   ১২৩ বার পঠিত
গ্রীন ফিল্ড ইন্টারন‌্যাশনাল স্কুল এন্ড ক‌লে‌জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গ্রীন ফিল্ড ইন্টারন‌্যাশনাল স্কুল এন্ড ক‌লে‌জের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী  সংবর্ধনা ও দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। 

 

২০ মার্চ বৃহস্পতিবার বি‌কেল ৫ ঘ‌টিকায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ‌্যক্ষ জনাব রাম‌দেব চন্দ্র সরকার  এর সভাপত্বিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মোঃ মোজা‌হিদ আনোয়ার রিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠা‌নের  প‌রিচা‌লকের বোন মনোয়ারা বেগম।
 

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ (অবঃ), অমুল‌্য চক্রব‌তী, পলাশবাড়ী আদর্শ  ডিগ্রী ক‌লেজ পলাশবাড়ী, । প্রভাষক আব্দুল আল আরিফ, পলাশবাড়ী ম‌হিলা মাদ্রাসা। উপ‌স্থিত ছি‌লেন  অত্র প্রতিষ্ঠা‌নের  উপাধ‌্যক্ষ জনাব  মোঃ মাহফুজ সি‌দ্দিকী টিপু। 
 

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে  বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন।  
 

প্রধান অতিথির বক্তব্যে, মনোয়ারা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। 
 

এখান থেকে তোমরা দশম শ্রেনী  সম্পন্ন  করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। 
 

সভাপতির বক্তব্যে অধ‌্যক্ষ জনাব রাম‌দেব চন্দ্র সরকার  শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। 
 

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠা‌নের মৌলবী  শিক্ষক মোঃ ওমর ফারুক 
 

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সহ  সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


এ বছর  গ্রীন ফিল্ড ইন্টারন‌্যাশনাল স্কুল এন্ড ক‌লে‌জ থেকে এস.এস.সি পরীক্ষা দিবে ৯৪ জন শিক্ষার্থী।