তিস্তার পানিবৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নষ্টের আশঙ্কা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ   |   ৬৩৮ বার পঠিত
তিস্তার পানিবৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নষ্টের আশঙ্কা

ঢাকা প্রেস নিউজ
 

রংপুর, ২৯ সেপ্টেম্বর: উজানের ঢল ও টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
 

পানিবৃদ্ধির ফলে নদী ভাঙনের আশঙ্কা বেড়েছে এবং বিস্তীর্ণ ফসলি জমি পানিশোষিত হওয়ায় কৃষকরা আতঙ্কিত। আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি কিছুটা কমতে পারে। তবে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।