মিরপুর-১০ মেট্রো স্টেশন আবার চালু হচ্ছে!

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ণ ৩৬৭ বার পঠিত
মিরপুর-১০ মেট্রো স্টেশন আবার চালু হচ্ছে!

ঢাকা প্রেস নিউজ

 

দীর্ঘ অপেক্ষার অবসান: গত জুলাইয়ে ভাঙচুরের কারণে বন্ধ হয়ে যাওয়া মিরপুর-১০ মেট্রো স্টেশন আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় যাত্রীদের সেবা দেবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ভাঙচুরের পর মেরামত: গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ সহ কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর ফলে মেট্রোরেলের চলাচল ব্যাহত হয়ে পড়ে। আগের সরকারের অনুমান ছিল, এই স্টেশনগুলো মেরামত করতে অন্তত এক বছর সময় লাগবে। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর মাত্র দুই মাসের মধ্যেই কাজীপাড়া স্টেশন চালু করা হয়।
 

মিরপুর-১০ স্টেশনের মেরামত: মিরপুর-১০ স্টেশনের ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো মেরামত করে পুনরায় চালু করার জন্য প্রস্তুত করা হয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে স্টেশনটি চালুর জন্য সবকিছু প্রস্তুত রয়েছে।
 

যাত্রীদের জন্য সুখবর: মিরপুর-১০ স্টেশন চালু হওয়ায় রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকার বাসিন্দারা আরও সহজে মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন। এতে করে যানজট কমবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সুচারু হবে।