জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ও কৌশল নিয়েই এগোতে চায়, তাই আপাতত কোনো জোটে যোগ দিচ্ছে না তারা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “জামায়াত ইসলামীর নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলছে, তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পৃক্ততা নেই। আমরা অংশ নিচ্ছি না। নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই না, তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। এ কারণেই বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনই কোনো জোটে যাওয়ার চিন্তা করছি না।”
তিনি আরও জানান, এনসিপি স্বাধীন রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ চালিয়ে যাবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণপরিষদের বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, “আমরা গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চাই। এজন্য যৌথ নির্বাচনের প্রস্তুতিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে এনসিপি আবারও মাঠে নামবে।”
নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা নিবন্ধন পাওয়ার পথে রয়েছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। আমরা আশা করি, শাপলা প্রতীকই পাবো।”
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। পাশাপাশি দল হিসেবে তাদের বিচার কার্যক্রম শুরু করা উচিত।”