 
                            
জামালপুর প্রতিনিধি:-
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ,মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী,পৌর এলাকার পূজা মন্ডপ কমিটির সভাপতি আনন্দ মাষ্টার,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাদেমুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজউদ্দিন,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা আনসার প্রতিনিধি নুসরাত জাহানসহ পূজা মন্ডপ কমিটির সভাপতি/ সেক্রেটারিবৃন্দ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারগঞ্জে ২৭ টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা উদযাপিত হবে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                