বিজিবি আর পিঠ দেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার চ্যালেঞ্জ

প্রকাশকালঃ ১৩ আগu ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ণ ৫০৭ বার পঠিত
বিজিবি আর পিঠ দেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার চ্যালেঞ্জ

ঢাকা প্রেস নিউজ
সীমান্তে বিজিবির কঠোর অবস্থান: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওাত হোসেন সীমান্তে বিজিবিকে আর পিঠ দেওয়ার অনুমতি দেবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, 'বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হতো। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।'
 

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ:

গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার পর এই ঘোষণা এল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার (সেসব দিন শেষ হয়ে গেছে)।'
 

পিলখানা পরিদর্শন:

মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন সদস্য নিহত ও ১৩০ জন আহত হয়েছে।
 

দেশের বাহিনী:

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে বলেন, '১৫ বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে।' তিনি আরও বলেন, 'এগুলো ন্যাশনাল ফোর্স (বাহিনী), কারও পারসোনাল (ব্যক্তিগত) ফোর্স নয়।'
 

পুলিশের পোশাক ও কমিশন:

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ (পোশাক পরিবর্তন) করতে চাই।' তিনি বলেন, 'ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সে জন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি।'