চোরা চালানিদের স্বর্গরাজ্য তাহিরপুরের লাউড়ের গড় - টেকেরঘাট-মহিষখলা সীমান্ত

প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ০৭:৩৯ অপরাহ্ণ ১০৬৮ বার পঠিত
চোরা চালানিদের  স্বর্গরাজ্য তাহিরপুরের  লাউড়ের গড় - টেকেরঘাট-মহিষখলা  সীমান্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয়ের পাদদেশে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার লাউড়েরগড়,  টেকেরঘাট,  লালঘাট,  কলাগাঁও ও মহিষখলা চোরা চালানিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এইসব পয়েন্ট দিয়ে ভারত থেকে কয়লা, চুনাপাথর,  বিদেশি মদ সহ বিভিন্ন মালামাল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই পাচার হচ্ছে বাংলাদেশে, যাহাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।  প্রায় প্রতিদিনই সীমান্তের  লালঘাট পয়েন্ট দিয়ে শত-শত বস্তা চোরাই কয়লা আসছে মেঘালয় পাহাড় থেকে। রাতের  আধারে এইসব কয়লা নৌকা বোঝাই করে কোন প্রকার চালান বা টোল ছাড়াই প্রশাসনকে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে  কলমাকান্দা, বড়ছড়া সহ বিভিন্ন বিক্রয় যোগ্য ডিপুতে বাজারজাত করার জন্য। 


হাজার হাজার মে: টন কয়লার লক্ষ লক্ষ টাকার রাজ্বস্ব  ফাঁকি দিচ্ছে একটি প্রভাবশালী চক্র/ সিন্ডকেট।  বিশ্বস্তসূত্রে জানাযায় যে, লালঘাট সীমান্তের এসপাই কালাম সকল চোরাকারবারিদের গডফাদার।  তার পরিকল্পনার বাহিরে কেউ গেলে সে আর ব্যবসা করতে পারবেনা।  সে স্থানীয় প্রভাবশালীদের  সাথে সমন্বয়ের মাধ্যমে চোরাই ব্যবসার মুল হোতা হিসাবে পরিচিতি লাভ করেছে।