ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৭ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড তেরই ফেব্রুয়ারি ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ।
 

পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ, মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ,  মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),ময়মনসিংহ,    আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল),  অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (এিশাল সার্কেল),  সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।
 

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারী/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানুয়ারী/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- 

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার -  সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা।

৩। শ্রেষ্ঠ এস,আই- এস,আই(নি:)/ মোঃ মোজাম্মেল  হোসেন,কোতোয়ালী মডেল  থানা,ময়মনসিংহ। 

৪। শ্রেষ্ঠ এ,এস,আই-এ,এস,আই(নিঃ)/মোঃ ওমর ফারুক, কোতোয়ালী মডেল থানা। 

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এ,এস,আই(নিঃ)/মির্জা ওয়াসিস উদ্দিন, এিশাল থানা,ময়মনসিংহ।

৬।শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার এস,আই- এস, আই(নিঃ)/ কুমোদলাল দাস

৭। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এস,আই (নিঃ)/ সোহরাব আলী,জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ। 

৮। সবোর্চ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার - সার্জেন্ট/ মোঃ মুজাহিদুল ইসলাম, সদর ট্রাফিক,ময়মনসিংহ।
 

পরবর্তীতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।