ঢাকা প্রেস.গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নামসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলাটি করেছিলেন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন। পরবর্তীতে ওই মামলায় হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়।
তবে দীর্ঘ তদন্তের পর তারেক রহমানসহ ৬০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। কিন্তু শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
এটি গাজীপুরের মোট চারটি মামলার মধ্যে একটি, যেখানে তারেক রহমান বেকসুর খালাস পেলেন।