রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে এবং উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলামের তত্ত্বাবধানে রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে মুরাদনগর ডি. আর. সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। কর্মশালাটি ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের সহায়তা প্রদান, অনিয়ম ও সহিংসতা প্রতিরোধ, ফলাফল প্রেরণের বিধিবিধান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়াও জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৪০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৮০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ২২ জন প্রশিক্ষক নিয়োজিত রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।