ঘুমের ঘোরে এসি বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
ঘুমের ঘোরে এসি বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন সদস্য। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং দুই ছেলে ৯ বছরের তানভীর ও ৭ বছরের তাওহীদ।
 

চিকিৎসকরা জানিয়েছেন, তুহিনের শরীরের প্রায় ৪৭ শতাংশ ও তানভীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া তাওহীদের শরীরের ৮ শতাংশ এবং ইভা আক্তারের ১৫ শতাংশ পুড়ে গেছে।
 

ইভা আক্তারের বোন ফারজানা আক্তার জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ এসির বিস্ফোরণে তারা দগ্ধ হন।