খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, উদ্বেগে স্থানীয় প্রশাসন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০১:২৫ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, উদ্বেগে স্থানীয় প্রশাসন

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে একযোগে ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার ভোর পাঁচটার দিকে মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে তিনটি পরিবারের মোট ২৭ জন এবং পানছড়ির তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৩৯ জন দেশে প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 


 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, অনুপ্রবেশকারীরা নিজেদের ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা গুজরাটি ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও কথা বলতে পারছেন। তাঁদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক তাঁদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।
 

স্থানীয়দের সহায়তায় প্রথমে তারা কিছু বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের হেফাজতে নেয়। তবে এ ঘটনায় বিজিবি এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা জানান, “অসমর্থিত সূত্রে জানা গেছে যে মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশ ইন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে আলোচনা চলছে।”
 

এই অনুপ্রবেশ শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং এটি একটি গুরুতর কূটনৈতিক ও মানবাধিকার ইস্যু হিসেবেও দেখা হচ্ছে। প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের মতে, অনুপ্রবেশকারীদের প্রকৃত পরিচয়, তাঁদের আগমনের পেছনের কারণ এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
 

এই ঘটনা দুই দেশের সম্পর্কেও নতুন করে প্রশ্ন তুলছে বলে মত বিশ্লেষকদের।