রমজান মাসে রোজা রেখে চুল, নখ বা শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা যাবে কি? অনেকেই এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে স্পষ্টভাবে বলা যায়, চুল-নখ কাটা বা ক্ষৌরকর্ম করার সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। তাই রোজা অবস্থায় হাত-পায়ের নখ কাটা, মাথার চুল ছাঁটা কিংবা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
অতএব, রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় নখ কাটা, চুল ছাঁটা, মোচ ছোট করা বা শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা সম্পূর্ণ বৈধ। এতে রোজার কোনো বাধা সৃষ্টি হয় না।
তবে ইসলামিক বিধান অনুযায়ী, ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাফ কোনো কাজ সবসময়ই বর্জনীয়। বিশেষ করে রমজানের পবিত্র মাসে এমন কোনো কাজ করা আরও বেশি গর্হিত ও নিষিদ্ধ। তাই রোজা অবস্থায় ফরজ, ওয়াজিব ও সুন্নতের পরিপন্থী কোনো কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করা হয়েছে। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)।