চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন আহত

 মোঃ শফিকুল ইসলাম, চারঘাট ( রাজশাহী) প্রতিনিধি:-

 

রাজশাহীর চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে, এতে দুইজন আহত হয়েছেন। সোমবার রাতের ঘটনা উপজেলার মেরামতপুর গ্রামে ঘটে। খবর অনুযায়ী, কাউসারের ছেলে ইয়ানবী ও একই গ্রামের হাকিমের ছেলে মানিকের মধ্যে মোবাইল ফোনকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।
 

এরপর ইয়ানবীর সহযোগিতায় মানিক, আরিফসহ আরও ৪-৫ জন ব্যক্তি আশরাফ আলীর ছেলে শান্তের বাড়িতে ঢুকে হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা শান্তের মা মেরিনা বেগমকেও গালাগালি এবং হুমকি দেয়। এই ঘটনায় আহত হন মেরিনা ও তার ছেলে শান্ত।
 

মেরিনা বেগম জানায়, হামলাকারীরা বাড়ির ভাঙচুরের পাশাপাশি তাদের ঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
 

চারঘাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।