জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ এর অর্থায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের ছবি সম্মেলিত ২০২৬ সালের ক্যালেন্ডার এর মোড়ক নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠে উন্মোচন করা হয়।
ক্যালেন্ডার উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং বিএনপির সাবেক সভাপতি ও ঢাকাস্থ নবাবপুর সমিতির সভাপতি জহিরুল হক খান স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এানা ফুডস্ এর সিইও জহির উদ্দিন খান, গ্রীনল্যান্ড গ্রুপের জিএম মফিজুর রহমান, সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ইব্রাহিম মৌমিন, সহ-সভাপতি শামসুদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইউনুস খান রুবেল, সাবেক মেম্বার নাছির উদ্দিন মিন্টু নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।