ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জানাজায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। এ সময় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।