ওসমান হাদির জানাজায় অংশ নিতে দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
ওসমান হাদির জানাজায় অংশ নিতে দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

জানাজায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। এ সময় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
 

ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।