কুড়িগ্রামে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
কুড়িগ্রামে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা সদরের ত্রিমোহনীতে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেটনেট-বিডি-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৬ জন তরুণ-তরুনী ও নারী অংশগ্রহণ করেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসিফ শাহারিয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন:

  • সিডিডিএফ-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান,

  • আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান,

  • এসএইচই-এর প্রতিনিধি সফিকুল ইসলাম,

  • উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রমুখ।
     

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন:

  1. পরিচ্ছন্ন বাতাস নিশ্চিত করতে বৃক্ষরোপণ করা।

  2. দূষণমুক্ত রান্নার কৌশল উদ্ভাবন।

  3. বাইসাইকেল ব্যবহারের প্রসার ঘটানো।

  4. সবার জন্য পরিষ্কার ও শ্বাস-প্রশ্বাসযোগ্য বাতাস নিশ্চিত করা।

  5. বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

  6. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতি বাস্তবায়ন করা।

  7. বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করা।
     

মানববন্ধনের মাধ্যমে কুড়িগ্রামের মানুষ নীল আকাশ ও নির্মল বাতাস রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।