ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
নগরীর উত্তর পতেঙ্গায় কাটগড় কে স্কয়ার-২ মিলনায়তনে পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব একেএম উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূর্ণমিলনী উদযাপন কমিটির সদস্য ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইআইডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও চট্টগ্রাম -১১ এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ শফিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকের হোসাইন সহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী।
০১ মে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে স্মরণিকা বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও স্মৃতি চারণ প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা, প্রাক্তন গুনী শিক্ষার্থীদের সম্মাননা , উপহার সামগ্রী বিতরণ, প্রীতিভোজ এবং ১৯৭৪-২০২৪ পর্যন্ত ব্যাচের গ্রুপ ভিত্তিক ফটো সেশন এবং ইসলামী সংগীত পরিবেশন অনুষ্ঠান।
এসময় অতিথিরা ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কে কামিল মাদরাসায় রূপান্তরিত করার জোর দাবি জানান এবং তা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে ঘোষণা দেন।image widget