নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪২ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জের চাঁনমারি উত্তর চাষাড়ার প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 

শিল্প, স্থাপত্য, সৃষ্টি ও নির্মাণের দেবতা বিশ্বকর্মা বৈদিক দেবতা হিসেবে পরিচিত। শাস্ত্রমতে, তিনি দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র। তিনি প্রযুক্তি ও স্থাপত্য বিদ্যারও প্রচারক। কথিত আছে, যুগে যুগে যত সুন্দর নির্মাণশৈলী সৃষ্টি হয়েছে, তার সকলের পেছনে রয়েছেন বিশ্বকর্মা।
 

প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর কমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে পুজারী ছিলেন শংকর চক্রবর্তী। সারাদেশের ন্যায় এই প্রতিষ্ঠানে শিল্প, কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্পসহ বিভিন্ন মণ্ডপে বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়।
 

উপস্থিত ছিলেন:

  • ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা এহসানুল কবির টিপু

  • নারায়ণগঞ্জ জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু

  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

  • পূজা উদযাপন কমিটির সদস্যরা শ্যামল চন্দ্র দাস, শ্যামল, সুভাষ, বিমল, জয়সহ অন্যান্যরা

বিএনপি নেতা এহসানুল কবির টিপু মণ্ডপ পরিদর্শন করে পূজারী, আইন শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। এসময় তিনি বলেন,

“ধর্ম যার যার, উৎসব সবার। দেশের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে এই আনন্দ-উৎসব সুন্দরভাবে পালন হবে। আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের নেতারা সর্বদা সহযোগিতা করবেন।”