টুর্নামেন্টের বদলা সিরিজে নিল ভারত

প্রকাশকালঃ ০৯ মে ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ ১১৮ বার পঠিত
টুর্নামেন্টের বদলা সিরিজে নিল ভারত

‘ইউ আর রিয়েল হিরো। স্যাল্যুট ফরম বাংলাদেশ।’ হেদায়েতুল আজিজ মুন্না এ কথা বলার পর সৌমজিৎকে স্যালুট জানানো হলো একসঙ্গে হাত উঁচিয়ে।

হেদায়েতুল আজিজ বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা। সোমজিৎ ভারতীয় দলের অধিনায়ক। ভারতীয় জাতীয় সংগীত শেষ হওয়ার পর সৌমজিৎকে চোখ মুছতে দেখে হেদায়তুল আজিজ স্যালুটের আহবান জানান। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ভারতের কলকাতার এনডিকে স্টেডিয়ামে সোমবার শুরু হওয়া ‘বাংলাদেশ-ভারত হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ’-এর দ্বিতীয় ম্যাচের শুরুতে এমন আবেগঘন পরিবেশ। খেলা শুরুর পর থেকে ছোট্ট শিশু সোহান মাঠের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নাড়ানোর দৃশ্যও নজর কাড়ে। সোহান বাংলাদেশ দলের সঙ্গে এসেছে। খেলার খবর পেয়ে মাঠে ছুটে আসেন কলকাতায় কাজে আসা বাংলাদেশের ময়মনসিংহের স্পর্শ পাল।

 

দ্বিতীয় ম্যাচেও শুরুতেই ব্যাটিং বিপর্যয় দেখা দেয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে না পারা বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায়। এতে এক ম্যাচ হাত রেখে সিরিজ জিতল ভারত। এর মধ্য দিয়ে চার বছর আগে হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালে হারের বদলা বেশ ভালোভাবেই নিল ভারত।

সোমবার আবারো টসে জিতে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। ভারত এক উইকেট হারিয়ে সাত ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।


রবিবারের ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে যায় ভারত। মঙ্গলবার এনডিকে স্টেডিয়ামে সবশেষ ম্যাচটি হবে ডে-নাইট।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল গঠন করে প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লিতে ২০১৭ সালে এই দল ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইল চেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল। ২০১৭ সালের ১১ এপ্রিল ভারতের হুইল চেয়ারের ক্রিকেট দলের সঙ্গে খেলে তারা জয়ী হয়। 

২০১৯ সালে কলকাতায় ভারত ও নেপালকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।