ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয় চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও র্যালি।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে সমবেত হয়।
৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহীদ মিনার চত্বর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডাঃ অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল । আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি স্বপন,সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্যরা। এসময় পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,উপজেলা বিএনপির সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান,আজাহার আলী,দপ্তর সম্পাদক মোস্তা, , জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সারোয়ার হোসেন হষরত,সদস্য সচিব দুলাল,কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল, স্বেচ্ছা সেবকদলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল,পৌর স্বেস্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল সরকার হানিফ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা,স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবি করেন এবং শহীদ জিয়ার শততা, দেশপ্রেম ও আদর্শে বলিয়ান হয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।