জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তীব্র দাবদাহে অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউল

প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৪ ০১:৪১ অপরাহ্ণ ১৩৯ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তীব্র দাবদাহে অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউল

ঝলমলে রোদের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের জন্য অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউলের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম জানান, তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের বিপদে ফেলতে না চেয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে যেকোনো বিভাগের যদি পরীক্ষা থাকে, সেক্ষেত্রে সেই বিভাগ কর্তৃপক্ষ পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় অনাবাসিক। বাস যাতায়াতে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়। তীব্র দাবদাহে অনেকে অসুস্থও হয়ে পড়ছে। তাই এই সিদ্ধান্ত।"

উল্লেখ্য, সরকার তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশের সকল স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়িয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।