ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ অক্টোবর ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ঢাকা প্রেস:-


 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) ৫৯ বিজিবির অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৭/৩-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামসংলগ্ন ফরেস্ট ক্যানেলের পাশের ধানক্ষেতে অভিযান চালায়।
 

অভিযান চলাকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট ব্র্যান্ডের মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।