বিনোদন প্রতিবেদক:-
অভিনয়শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হলেন আজাদ আবুল কালাম
অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিল্পীদের কল্যাণে বহুমুখী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। অভিনয়কে রাষ্ট্রীয় পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরু করতে চান এই নবনির্বাচিত সভাপতি।
আজাদ আবুল কালাম বলেন, “অভিনয় যে একটি পেশা, সেটি এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। আমার মূল লক্ষ্য হবে অভিনয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। আগের কমিটির নেতারাও এই চেষ্টায় ছিলেন। এবার আমরা চেষ্টা করব সেটিকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিতে।”
তিনি আরও জানান, নতুন কমিটি আগের কমিটির অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করবে। একই সঙ্গে ‘মব জাস্টিস’-এর মতো বিষয়েও সংঘের অবস্থান থাকবে সুদৃঢ়।
“যখনই শিল্পীদের বিরুদ্ধে অন্যায় কিছু হয়েছে, আমাদের সংগঠন প্রতিবাদ জানিয়েছে। সবার প্রতিবাদের ভাষা এক নাও হতে পারে, কিন্তু আমরা সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং থাকব। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে—আক্রমণ নয়, বরং ন্যায়সঙ্গত প্রতিবাদ হবে আমাদের পথ,” বলেন তিনি।
নির্বাচন নিয়ে আজাদ আবুল কালাম বলেন, “অভিনয়শিল্পী সংঘের নির্বাচন সবসময়ই সুষ্ঠুভাবে হয়। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। সবচেয়ে বড় বিষয়, এটি কোনো প্যানেলভিত্তিক নির্বাচন নয়—প্রত্যেকেই স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন। আমরা শুরু থেকেই বলেছি, ‘জিতবে ২১ জন, হারবে না কেউ।’ অর্থাৎ এখানে হার-জিত মুখ্য নয়, বরং এটি একটি সম্মিলিত অর্জন ও চ্যালেঞ্জিং সফলতা।”