ভারী বৃষ্টিপাতে মুম্বাইতে ভয়াবহ বন্যা, নিহত ৪

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ ৪০৬ বার পঠিত
ভারী বৃষ্টিপাতে মুম্বাইতে ভয়াবহ বন্যা, নিহত ৪

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ব্যাপক বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে। এই ভয়াবহ বন্যায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির গুরুতরতা উপলব্ধি করে আবহাওয়া অধিদফতর রেড অ্যালার্ট জারি করেছে।

বুধবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে শহরের রাস্তাঘাট প্লাবিত হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিঘ্নিত হয়ে পড়েছে। ফলে শহরের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। এই দুর্যোগের কারণে অনেক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় গড়ে ২শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে রেলস্টেশনসহ বিভিন্ন স্থান প্লাবিত হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। খোলা ম্যানহোলে পড়ে, ঝর্নায় তলিয়ে ও বজ্রপাতে মানুষের মৃত্যু হয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতির কারণে শহরের সকল স্কুল-কলেজ বৃহস্পতিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।