নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০৬:১০ অপরাহ্ণ ৫৪০ বার পঠিত
নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


সেনাবাহিনী নরসিংদীতে বিস্তৃত অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। গত কয়েক দিনে চালানো অভিযানে একটি শটগান, একটি রাইফেল এবং তিনটি একনলা বন্দুকসহ মোট ৫টি অস্ত্র ও ২৬টি রাবার বুলেট উদ্ধার করা হয়।

 

রোববার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব। তিনি জানান, গত ১৬ আগস্ট চিনিশপুর ইউনিয়নে একটি বাড়ি থেকে শটগান ও রাইফেল এবং গত ৮ আগস্ট শহরের বড়বাজার এলাকায় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে রাবার বুলেট উদ্ধার করা হয়। এছাড়া, গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে ডাকাতদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
 

উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার ওসি তানভির আহামেদ উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গ্রহণ করেন।