‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৭ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী নেত্রীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
 

কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীরা। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানযুক্ত প্ল্যাকার্ড ধারণ করেন। এর মধ্যে ছিল—
‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’,
‘নারীকে সম্মান করো, মানুষ হও’,
‘হেনস্তা করে যে, সে তো শিবির’,
‘এত নারী বিদ্বেষী কেন তোমরা হে মদদুদবাদী?’,
‘ওহে হেকমতি গুপ্ত, ধর্ষণের পদযাত্রাই করেছ রপ্ত?’,
‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হেনস্তার নেপথ্যে কারা?’,
‘নিপীড়কের ঠিকানা, এই দেশে হবে না’,
‘আলী হোসেনরা মানুষ না, ওরা শিবির’,
‘ধর্ষণের পদযাত্রা বন্ধ করো, নারীকে স্বাধীনভাবে বাঁচতে দাও’,
‘অবিলম্বে আলী হোসেনের বিচার করতে হবে’,
‘নারী তুমি ভয় পেওনা, শক্তি যোগাও জয় হবেই’,
‘হুমকি দিয়ে নারী জাগরণ থামাতে পারবে না ওহে ধর্ম ব্যবসায়ী’,
‘লড়াই করো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ’—ইত্যাদি।

 

নেতাকর্মীরা অভিযোগ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত দেশের গণমানুষের আন্দোলনে নারীরা সামনের সারিতে থেকেছে। কিন্তু এর পরও তাদের বিরুদ্ধে সাইবার বুলিং, বডি-শেমিংসহ নানা হীন কর্মকাণ্ড চালিয়ে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হচ্ছে। দলমত নির্বিশেষে নারীরা একই ধরনের সমস্যার মুখোমুখি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
 

তারা নারীর প্রতি হেনস্তা ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 

এর আগে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।