দুই সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫১ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
দুই সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার

ঢাকা প্রেস নিউজ

 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
 

জাকিয়া খানমের কর্মজীবন:

জাকিয়া খানম ২০২৩ সালের সেপ্টেম্বরে সচিব থেকে পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হন। তিনি ১০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৬ মে তিনি শিল্প মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
 

মো. কামরুল হাসানের কর্মজীবন:

মো. কামরুল হাসান ২০২২ সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তাঁর কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিব, মৌসুমি হজ অফিসার (২০০৯-২০১২), উপ-সচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্মসচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে।