মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
লাইসেন্স ফি কমানোসহ পাঁচ দফা দাবিতে জামালপুরে সকাল-দুপুর ধর্মঘট পালন করছেন ইজিবাইক ও রিকশাচালকরা।
রোববার সকাল থেকে জেলা শহরে সব ধরনের ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
চালক ও মালিকদের অভিযোগ, পৌরসভা তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। তারা দাবি জানিয়েছেন—লাইসেন্সের বর্তমান ফি থেকে এক হাজার টাকা কমিয়ে তা চলতি অর্থবছরেই বাস্তবায়ন করতে হবে। এছাড়া ইজিবাইক ও রিকশার জন্য আলাদা রঙ নির্ধারণ না করা এবং অন্য জেলার রিকশা জামালপুরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি তুলেছেন তারা। একইসঙ্গে সপ্তাহে সাত দিন রিকশা চালানোর অনুমতিও চান চালকরা।
দাবিগুলো দ্রুত না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মঘটে অংশ নেওয়া রিকশা ও ইজিবাইকচালক-মালিকরা।