বিশেষ প্রতিবেদন,চট্টগ্রাম:-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে।
উপদেষ্টা(২৫আগস্ট) সোমবার বিকেলে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এই সব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ইসলাম ধর্ম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশে ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভিন্ন ভিন্ন মত, পথ ও মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং দেশকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে আমাদের একক ও অভিন্ন ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।
উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নতুন মডেলে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এ পুনর্নির্মাণ কার্যক্রম চালানো হবে ।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে মাহফিলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল – মাদানী, প্রখ্যাত মুফাসিসরে কোরান – ঢাকা মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন বক্তব্য রাখেন ।
মাহফিলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।