সিরাজগঞ্জ প্রতিনিধি:-
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে যারা ফ্যাসিবাদীদের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, তারা ব্যর্থ হবেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যার জন্য দায়ী। এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর খেলার মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা এবং তাঁর সহযোগীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ রাখার দাবি জানান তিনি।
জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় ও জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।